যতদূর চোখ যায় শুধু জল আর জল। জনবসতিগুলোকে মনে হয় ছোট ছোট দ্বীপ।
যাতায়াত ব্যবস্থা পুরোপুরি জলযান নির্ভর। নৌকা কিংবা কলাগাছের ভেলা-ই একমাত্র ভরসা। বন্ধ রোজগার। ভেসে গেছে মাঠের ফসল। বিপাকে দিনমজুর আর কৃষক।
অপেক্ষা জল কমার।
বছরের বেশিরভাগ সময়ই এমন পরিস্থিতির শিকার পিরোজপুর জেলার নাজিরপুরের জনগণ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিন-চার বছর পূর্বেও এমন বন্যা পরিস্থিতি ছিল না। কোনো কোনো বছর ফসলের ক্ষেতে জলের অভাব দেখা দিত। কিন্তু এই কয়েক বছর ধরে ঘরে ফসল তোলাই যেন দায় হয়ে পড়েছে। বছরের বেশিরভাগ সময়ই থাকতে হয় কর্মহীন হয়ে। দারিদ্র্যও যেন বন্যার জলের মতো আকরে থাকে সারা বছর।
পিরোজপুর থেকে প্রণয়, প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ