প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে জাহিদ হাসান পুনরায় সভাপতি ও এসএম তৌহিদুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

আজ ৬ সেপ্টেম্বর সকাল থেকে শুরু হওয়া ভোট উৎসবের ফলাফল হাতে আসে বিকালে। যেখানে ৮০টি ভোট পেয়ে জাহিদ হাসান সভাপতি ও ৬৪ ভোট পেয়ে তৌহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক তৌহিদ মনি এবং সদস্য পদে ছয়জন- শহীদ জয়, শিকদার খালিদ, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান নির্বাচিত হয়েছেন।

 

যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম