সৈয়দপুর: সৈয়দপুরে লকডাউনের পঞ্চম দিনে সেনাবাহিনী, পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন।
সরেজমিনে দেখা গেছে, করোনা বিধিনিষেধ নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।এলাকার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা।
শহরের পাঁচমাথায় পুলিশের ট্রাফিক বিভাগ এবং সৈয়দপুর থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান ও জন চলাচল নিযন্ত্রণে কাজ করছেন। জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদে ও ভ্রাম্যমান আদালতে। শহড়ে যেসব গাড়ি চলাচল করছে সেগুলোর অধিকাংশই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অ্যাম্বুলেন্স, জরুরি ও খাদ্য পণ্যবাহী ট্রাক, সরকারি কর্মকর্তাদের বহনকারী যানবাহন ও সংবাদকর্মীদের মোটরসাইকেল। তবে পৌর এলাকায় অলিগলি ও সড়কে কিছু রিক্সা চলাচল করতে দেখা যায়।
উত্তম কুন্ডু, সৈয়দপুর | বাংলাদেশ দর্পণ