ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে ফারহান পানিতে ডুবে মৃত্যবরণ করেছেন।ফারহান ঝিনাইদহ ক্যাডেট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত ফারহান যশোর শহরতলী আরবপুর এলাকার বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আকরাম হোসেনের ছেলে।
যশোর পৌর পার্কের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ফারহান তানভীরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী স্পেশাল টিম মধ্যরাতে উদ্ধার অভিযান চালিয়ে রাত দুইটার সময় ফারহানের মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার ফারহান বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে পৌরপার্কে গোসল করতে নামেন। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে বিকেল থেকে রাত আটটা পর্যন্ত যশোরের ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আগত ডুবুরি টিম উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। শনিবার ভোর থেকে তাদের আবার উদ্ধার অভিযান চালানোর কথা ছিল। এর মাঝেই নৌবাহিনীর স্পেশাল টিম ফারহানের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছিলেন। এছাড়া নিহতের পরিবারের সদস্যরাসহ পৌরসভা কর্তৃপক্ষ ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
প্রান্ত বিশ্বাস, কালীগঞ্জ | বাংলাদেশ দর্পণ