ভারতীয় রেলওয়ের বিশেষ ট্রেন 'অক্সিজেন এক্সপ্রেস' দুইশ' মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রদহরপুরের টাটায় একটি ইনডেন্ট স্থাপন করা হয়।
ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনা মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
করোনা মোকাবেলায় ২০২১ সালে ভারতে ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল। এই প্রথম কোনো প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস পাঠালো ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন জানিয়েছে, শনিবার (২৪ জুলাই) এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছাবে এবং এরপর বাংলাদেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।