করোনা মহামারির ৫ম ঢেউ ঠেকাতে ও সচেতনতা বৃদ্ধি করতে প্রতিনিয়ত পানপট্টি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আবু সাঈদ চৌধুরি (চর্দী) দিনরাত নিরলস ভাবে ৫নং ওয়ার্ডের জনগনের মাঝে মাস্ক বিতরন করে চলেছেন।
গত বৃহস্পতিবার (২২জুলাই) সরেজমিনে দেখা যায়, মেম্বার পদপ্রার্থী আবু সাঈদ চৌধুরি পানপট্টির ৫ নং ওয়ার্ডের "ঢালিবাড়ি" নামক এলাকায় করোনার সংক্রমন ঠেকাতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য পথচারী দোকানদার থেকে শুরু করে সাধরন জনগনকে নিজ হাতে মাস্ক পরিয়ে দিতে দেখা গেছে।
শুধু একদিন বা দুদিনে নয় তিনি প্রতিনিয়ত ৫নং ওয়ার্ডবাসীর মাঝে মাস্ক বিতরন অব্যাহত রেখেছে।
৫ নং ওয়ার্ডের এক পথচারী বিপুল চন্দ্র শীল তার নাম।তার সাথে কথা হলে তিনি বলেন," করোনা ভাইরাস ১ বছর যাবত চলছে কিন্তু আবু চৌধুরি (চর্দী) ভাইয়ের মতো কেউ আমাদের চেয়ারম্যান, মেম্বারও সাহয্য করেনি।আসন্ন পানপট্টি ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে মেম্বার হিসেবে তাকেই আমরা চাই।"
তিনি আরও বলেন,আবু সাঈদ চৌধুরি (চর্দী) ভাই একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আমরা চিহ্নিত করেছি।তিনি শুধু এই করোনাকালিন সময়েই আমাদের পাশে ছিলেন না এর আগেও আমাদের সুখে-দুঃখে পাশে ছিলো"।
সুব্রত শীল, গলাচিপা | বাংলাদেশ দর্পণ