গত ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল ৫ দিন ব্যাপি বাসন্তীকা উৎসব উদযাপিত হয়ে গেলো চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার স্বনামধন্য ধুরুং গ্রামের ৭ নং পৌর ওয়ার্ড সংলগ্ন  শ্রী অনন্ত মাষ্টারের বাড়ির প্রাঙ্গণে।

 

করোনা মহামারীর এই আবহেও ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি ১১তম বারের মত মা বাসন্তীর আরাধনা সম্পুর্ন করলো বিবিধ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে। যথারীতি পুজায় আগত দর্শনার্থীদের সুরক্ষার জন্য সেনিটাইজার ও মাস্কের ব্যাবস্থা করা হয়। যদিও সমস্থ রকম অনুষ্ঠান করার আগ্রহ থাকলেও করোনা  মহামারীর দরুন নিতান্তই বাধ্য হয়ে ছোট পরিসরে পুজার আয়োজন করতে হয়। যদিও তাতে পুজা আয়োজকদের মধ্যে আনন্দের কমতি ছিলোনা। কমিটির মতে এই অবস্থায় মায়ের পায়ে ফুল দেওয়াই আনন্দের ও খুশির ব্যাপার।

 

উল্লেখ্য যে এবার পুজায় আরো একটি নতুন পালক যুক্ত হয়েছে, মায়ের স্থায়ী মন্দির নির্মান কাজের প্রারম্ভ হয়েছে। ফটিকছড়ির বিভিন্ন স্থরের ব্যক্তি প্রতিষ্ঠান পাকা একটি মায়ের মন্দির নির্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।    

 

সাগর কান্তি দে | ফটিকছড়ি উপজেলা