করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী মানুষ ও পরিবহন চলাচল সীমিতকরণ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মাস্ক পরিধান না করা, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা ইত্যাদি কারণে ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা শহর ও উপজেলাতে মোট ৪৪ টি মামলায় ২৫,৫০০ টাকা জরিমানা আদায় করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জনস্বার্থে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য দ্বিতীয় ধাপের লকডাউন জারির পর থেকে অর্থাৎ ১৪ এপ্রিল হতে ১৮ এপ্রিল ২০২১ পর্যন্ত যশোর জেলায় ২৪২ টি মামলায় মোট ১,৭২,৩০০ টাকা জরিমানা আদায় হয়েছে।

 

যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম