সম্প্রতি বাংলাদেশ হেফাজত ইসলামের ডাকা আন্দোলনের সময় পরিকল্পিতভাবে জেলায় কর্মরত সাংবাদিক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি নবীনগরের কৃতি সন্তান রিয়াজ উদ্দিন জামীর উপর দুষ্কৃতীকারীদের হামলার প্রতিবাদে নবীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো: হুমায়ুন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল, খান জাহান আলী চৌধুরী, সহ সম্পাদক মোঃ খায়রুল এনাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সায়্যিদ আহমদ রাফি, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনির হোসেন, সদস্য কাওছার আলম ভুইয়া অপু, সাহেদ আহম্মেদ সৌরভ, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা তুষার প্রমুখ।
বক্তারা বলেন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি সহ জেলায় কর্মরত সাংবাদিকদের উপর বর্বোরচিত ও ন্যাক্কারজনক হামলাকারী যেই হোক তাদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। এই আন্দোলনের শিকার কেন প্রেসক্লাব ও সাংবাদিকরা হবে , কেন ব্রাহ্মণবাড়িয়ায় ধংসস্তুপে পরিনত হবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় নবীনগর উপজেলা প্রেসক্লাব।