যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩২৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হায়দার গণি খান। নিকটতম প্রার্থী মোহাম্মদ আলী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৯৪৭ ভোট। পূর্বেই ভোট বয়কট করলেও ধানের শীষ প্রতীক নিয়ে মারুফুল ইসলামের প্রাপ্ত ভোট ৭৩০২ ভোট।

এছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সাহিদুর রহমান রিপনের পাঞ্জাবি প্রতীক ৫১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছে। বাকি দুই প্রার্থী জাহাঙ্গীর হোসেন শাকিল ও জাকির হোসেন যথাক্রমে ১৮৪৬ ও ১৫৫৯ ভোট পেয়েছে।


২নং ওয়ার্ডে শেখ রাশেদ আব্বাস রাজের পানির বোতল প্রতীক ২৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ওয়ার্ডে বাকি কাউন্সিলরদের প্রাপ্ত ভোট সংখ্যা ডালিম প্রতীকের শেখ সালাউদ্দিন ১১৪৮, উটপাখি প্রতীকের জাহিদুল ইসলাম ৪৮০, টেবিল ল্যাম্প প্রতীকের তপন কুমার ঘোষ ৪৬৭, গাজর প্রতীকে ওসমানুজ্জামান সাকিব ২৩১ ও ব্রীজ প্রতীকে অনুব্রত সাহা মিঠুন ১৫৫ ভোট পেয়েছেন।

 ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মোকছিমুল বারী অপু গাজর প্রতীকে ১৬৮৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। এই ওয়ার্ডে বাকি প্রার্থীদের মধ্যে উটপাখি প্রতীকে ৯৫৯, মো: কামরুজ্জামান ৬৫৫, উম্মে মাকসুদা মাসু ৩১৮ ও ওমর ফারুক অপু ৪৩ ভোট পেয়েছেন।

৪নং ওয়ার্ডে জাহিদ হোসেন মিলন টেবিল ল্যাম্প প্রতীকে ৩৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। উক্ত ওয়ার্ডের বাকি দুই প্রার্থী মুস্তাফিজুর রহমান ও মঈনুদ্দিন মিঠু ভোট পেয়েছেন যথাক্রমে ২৪৬৫ ও ১২১।

৫নং ওয়ার্ডে রাজিবুল আলম ব্লাকবোর্ড প্রতীকে ২৭৯৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বাকি কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাফিজুর রহমান উটপাখি প্রতীকে ১৭৩৬, মোকসেদুর রহমান ভুট্টো ব্রীজ প্রতীকে ৫৭৮, শরীফ আবদুল্লাহ আল মাসুদ ডালিম প্রতীকে ৩৯৭ ভোট, হাবিবুর চাকলাদার টেবিল ল্যাম্পে ২৯৫ ও মিজানুর রহমান বাবলু পানির বোতল প্রতীকে ২৪৩ ভোট পেয়েছে।

৬নং ওয়ার্ডে আলমগীর কবির সুমন পাঞ্জাবি প্রতীকে ২৪৮০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। এই ওয়ার্ডে অন্য কাউন্সিলর প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা আজাহার হোসেন স্বপন টেবিল ল্যাম্প প্রতীকে ১৫২৭, মো: আশরাফুজ্জামান পানির বোতল প্রতীকে ৭৪৬, আশরাফুল হাসান উটপাখি প্রতীকে ৩৯৪ ও আনিসুজ্জামান ব্রীজ প্রতীকে ৯৫।

৭নং ওয়ার্ডে শাহেদ হোসেন নয়ন ব্লাকবোর্ড প্রতীকে ১৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী ১৫৪৬ ভোট পেয়েছে। 

৮নং ওয়ার্ডে প্রদীপ কুমার নাথ বাবলু উটপাখি প্রতীকে ২১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। উক্ত ওয়ার্ডে মনিরুজ্জামান মাসুম ডালিম প্রতীকে ১৩১৪ ভোট, সন্তোষ দত্ত ব্রীজ প্রতীকে ১১৫১ ও ওবায়দুল রাকিব টেবিল ল্যাম্প প্রতীকে ৫৯৭ ভোট পেয়েছে।

৯নং ওয়ার্ডে অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু ২৪০৬ ভোট পেয়ে পানির বোতল প্রতীক নিয়ে জয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম ব্রীজ প্রতীকে ২২৮৬ ভোট পেয়েছেন।

এদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে সাবেক তিনজনই পুনরায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে আইরিন পারভীন ডেইজি চশমা প্রতীকে ৪১৪২ ভোট , ২নং ওয়ার্ডে নাসিমা আক্তার জলি আনারস প্রতীকে ১৪১১৩ ভোট ও ৩নং ওয়ার্ডে শেখ রোকেয়া পারভীন ডলি আনারস প্রতীকে ১০৮৩৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

বিশ্বজিৎ মজুমদার, যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পণ.কম