বহু প্রতীক্ষা ও জলঘোলার পর অবশেষে যশোর পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের উৎকণ্ঠার অবসান হলো। নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা চিঠি (প্রজ্ঞাপণ) এসে পৌছায় সিনিয়র জেলা নির্বাচন কার্যালয় যশোরে।
প্রজ্ঞাপণ অনুযায়ী যশোর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ ২০২১ বুধবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ মার্চ ২০২১ সোমবার বিকেল ৫টা পর্যন্ত।
বিকাল ৫টার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৬ মার্চ ২০২১ সকালে চূড়ান্ত প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ করা হবে। যশোর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর প্রতিনিধি | বাংলাদেশদর্পন.কম