যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ ঘোষণা করা হয়েছে।
নির্বচনে সভাপতি পদে বিজয় লাভ করেছেন ফরাজী আহমেদ সাঈদ বুলবুল এবং সাকিরুল কবীর রিটন। তাদের দুজনের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৪।
এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করেছেন প্রদীপ ঘোষ এবং এইচ আর তুহিন। যুগ্মসম্পাদক হিসাবে ইমরান হাসান টুটুল, তবিবর রহমান। কোষাধ্যক্ষ হিসাবে মিরাজুল কবীর টিটো, স্বপ্না দেবনাথ এবং সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ডিএইচ দিলশান, বিল্লাল হোসেন ও বিপন হোসেন।