নেত্রকোনা:আগামী ২৮শে ডিসেম্বর প্রথম ধাপের নির্বাচনে দেশের ২৫টি পৌরসভায়  ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলার মদন পৌরসভা
অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচন উপলক্ষে সেখানে জমে উঠেছে জমজমাট প্রচার প্রচারনা। তীব্র ঠান্ডা ও কুয়াশা ভেজা আবহাওয়া মাথায় নিয়েই সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি,দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি আর চাইছেন ভোট। পৌর এলাকার প্রতিটি রাস্তাঘাট,অলিগলি প্রার্থীদের মাইকের শব্দে সরগরম। চায়ের দোকানগুলোতেও জমে উঠেছে সাধারণের আড্ডা,চলছে নির্বাচনী বিভিন্ন বিশ্লেষণ। 

ইতিমধ্যে গত ১১ই ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে,মেয়র প্রার্থী হিসেবে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৪জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ২১জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পেয়েছেন।মদন পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১২ হাজার ৮ শ ৪১ জন, এর মধ্যে পুরুষ ভোটার
৬ হাজার ৩ শ ২৩ জন এবং নারী ভোটার ৬ হাজার ৫ শ ১৮ জন। ৯ টি ভোট কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মদন পৌরসভায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে, এ নিয়ে ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।অনেকেরই দাবি ইভিএম সম্বন্ধে তাদের কোন ধারণাই নেই। কে বা কারা তাদের ধারণা দিবে,এ বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনো অন্ধকারে রয়েছেন।তবে

এ বিষয়ে মদন উপজেলা প্রধান নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান," ইভিএম বিষয়ে জানার জন্য পৌর এলাকার  হাট বাজার, দোকানপাট সহ সর্বত্র নির্বাচন কমিশনের দেয়া শিক্ষামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।তা ছাড়া প্রার্থীদের কেও বলা হয়েছে লিফলেট বিতরণ করে ইভিএম বিষয়ে ভোটারদের  সচেতন করতে। এ ছাড়া আগামী ২৪ ও ২৫শে ডিসেম্বর ভোটকেন্দ্র গুলোতে নমুনা মেশিনের মাধ্যমে ভোটদেয়ার
পদ্ধতি শেখানো হবে। আগ্রহীরা গিয়ে শিখে আসতে পারে।"

পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী আচরণবিধি তদারকিতে ইতিমধ্যে ৩ জন ম্যাজিষ্ট্রেট মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বুলবুল আহমেদ।

নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়ে প্রার্থীদেরও অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বিষয়ে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী এনামুল হক বলেন,"প্রশাসন বা রাজনৈতিক কোন রকম চাপ নেই, সুন্দর ও উৎসবমুখর  ভাবে প্রচারনা চালাচ্ছি,আশা রাখি বিজয়ী ভোটে বিজয়ী হবো। 

আরেক স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক জানান,"নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর, যে যার মত প্রচারনা চালাচ্ছেন।এবার ইভিএম পদ্ধতির ভোট নতুন হলেও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই আমি।"

 

নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি