নেত্রকোনা: জেলা আওয়ামীলীগের উদ্যোগে নেত্রকোনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা পাবলিক হল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, বেগম মতিয়া চৌধুরী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল,কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল প্রমুখ
অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে বেশ কয়েকটি উপজেলার কমিটি ঘোষণা দেয়ার কথা রয়েছে।
নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি