হবিগঞ্জের একটি ডায়াগনষ্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যাক্তিকে ৬ মাসের জেল দিয়েছে আদালত।
১৭ আগষ্ট সোমবার বিকাল ৫ টায় শহরের শায়েস্তানগর এলাকায় এভারগ্রীন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃরেজা। অভিযান পরিচালনা কালে ঐ প্রতিষ্টানের অনুমোদন, ল্যাব টেকনোলজিস্টের অনুপস্থিতি এবং পর্যাপ্ত মেডিকেল ইকুইপমেন্ট না থাকায় একজন কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহায়তা করেন মেডিকেল অফিসার ডাঃ বাধণ আচার্য্য।
উল্লেখ্য যে, এই ডায়াগনস্টিক সেন্টারকে ইতোপূর্বে মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্ক করা হয়েছিল। সাধারন মানুষ তাদের এই অভিযানে সাধুবাদ জানান।