বাংলাদেশের মানচিত্রে প্রথম শত্রু মুক্ত জেলা যশোর। একইসাথে প্রথম ডিজিটাল জেলার গৌরব সহ আরো অনেকে কৃতিত্ব নিয়ে মাথা উঁচু করে দাড়িয়ে আছে এ জেলা। এবার বাড়তে চলেছে সেই জেলার পৌরসভার আয়তন।১৮৬৪ সালে যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথম সীমানা বাড়িয়ে বিস্তৃত হচ্ছে পৌর শহরের আয়তন।

গেজেট অনুসারে, ২০১৯ সালে ২৪ আগস্ট যশোর পৌরসভার সীমানা বাড়িয়ে প্রথম একটি গেজেট প্রকাশ করা হলে সেখানে বলা হয় এ বিষয়ে কারো  কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানদের লিখিতভাবে জানানো ও শুনানিতে অংশ নিতে বলা হয়। তবে এ বিষয়ে কারো কোন আপত্তি না থাকায়  সকল প্রক্রিয়া শেষে যশোরের ডেপুটি কমিশনার(ডিসি) স্থানীয় সরকার ও পল্লী সমবায় মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠান। আর সেই সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় যশোর পৌরসভার সীমানা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে। 

এতে যশোর পৌরসভার আয়তন বৃদ্ধি পাবে ৭ বর্গ কিলোমিটার। এই সীমানার মধ্যে অন্তর্ভুক্ত হলো পুরো উপশহর,

চাঁচড়া,রামনগর, ফতেপুর, নওয়াপাড়া ও আরবপুর ইউপির আংশিক এলাকা।