কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরমেলায় তিস্তা নদীর বাম তীরে নদী ভাঙন রোধ ও নদী ড্রেজিংয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনের আয়োজন করে সেবা ফাউন্ডেশন নামে বিদ্যানন্দের একটি সংগঠন ।

বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা নদী ভাঙা মানুষ ত্রাণ চাইনা। আপনি আমাদের ভিটেমাটি ফসলি জমি ভাঙন থেকে রক্ষা করুন। আমাদের দুর্ভোগের শেষ নেই – “নদীর পানি বাড়লে বন্যা আর কমলে নদী ভাঙন”। নদী ভাঙন আর বন্যার কারনে প্রতিবছর প্রায় ৩০-৫০ টি পরিবার ভিটেমাটি হারায় এবং কয়েকশো হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। নদী ভাঙন আর বন্যার কারনে আমাদের রেহাই পেতে আপনার হস্তক্ষেপ কামনা করছি ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেবা ফাউন্ডেশনের সভাপতি এরশাদুল হক, গোলজার হোসেন, বিদ্যানন্দ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাসনাত কানন, স্বেচ্ছাসেবক মোশাররফ হোসেন, সঞ্চয় চৌধুরী, রবিউল ইসলাম, ভুমিহীন আন্দোলনের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

পলাশ সেন, নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম