এবার টলিউডে পড়েছে করোনার থাবা। জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর বাবা নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাদ যাননি কোয়েলের স্বামী নিসপাল রানেও।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় কোয়েল মল্লিক তার টুইটার হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন এ খবর।
জানা গেছে, দু’সপ্তাহ আগেই কোয়েল মল্লিক ও তাঁর বাবা-মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাঁদের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে ১৫ দিন আগে থেকেই। সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা।
সম্প্রতি কোভিড-১৯ টেস্টের জন্য তাঁরা নমুনা দিয়েছিলেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরেই টেস্টের ফলাফল হাতে আসে তাঁদের। আর সে রিপোর্টে রীতিমতো ভড়কে গেছে টলিপাড়া। জানা যায়, গোটা মল্লিক পরিবারিই করোনা পজিটিভ।
উল্লেখ্য, প্রথম সন্তান জন্ম হওয়ার পর থেকেই মা-বাবার সঙ্গেই আছেন কোয়েল। করোনায় আক্রান্ত হওয়ার পর সকলেই এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসন তাঁদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে।