বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) তথ্য অনুযায়ী, ২২ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত সারা দেশে কোভিড-১৯ সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬৬৭ জন।
এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩৫৮ জন, খুলনায় ২০৮ জন, চট্টগ্রামে ৫২৫ জন, রাজশাহীর ১৭১ জন, সিলেটে ৯১ জন, বরিশালে ১৯৩ জন, ময়মনসিংহে ৫৭ জন এবং রংপুরে ৭৮ জন মারা গেছে।
তবে এদের ৮৫ শতাংশেরই পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি। ৯ জুলাই এ তথ্য জানিয়েছে বিপিও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস)-এর একটি প্রকল্প এটি। তারা ৮ মার্চ থেকে ২৫টি গণমাধ্যম বিশ্লেষণ করে প্রতি সপ্তাহে এই প্রতিবেদন প্রকাশ করে আসছে।