'টেন মিনিটস স্কুল' প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি। একটি ভিডিওতে  আয়মান সাদিককে গালাগালিসহ হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। 

রবিবার (৫ জুলাই) আয়মান সাদিক তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্টে জানান, আমাকে হত্যার জন্য বলা হচ্ছে 'ফেসবুক, ইউটিউব, সব জায়গায়। 

জানা গিয়েছে, ফেসবুকের একটি পেজ থেকে আয়মানের বিরুদ্ধে শ্রোতা ও দর্শকদের বিরূপ মনোভাব জাগ্রত করার জন্য একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে টেন মিনিটস স্কুল বয়কট ও তাঁকে হত্যার কথা বলা হয় এং ওই পেজ থেকে ভিডিওটি ৯ হাজার ৬০০ বার শেয়ার হয়েছে। এতে  মন্তব্য এসেছে ১ হাজার ৩০০টি এবং প্রতিক্রিয়া দেখান হয়েছে ১৫ হাজার বার।

এ ব্যাপারে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের কর্মকর্তারা জানান , তাঁরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। 

সিটিটিসির উপকমিশনার গণমাধ্যমকে বলেন,টেন মিনিটস স্কুল ও আয়মান সাদিক হুমকি দিয়ে বেশ কিছু ভিডিও তৈরি হয়েছে। এই ভিডিওগুলো নিয়ে তদন্ত চলছে। কারা ভিডিও তৈরি করছে এবং কারা ছড়াচ্ছে  তা অবশ্যই তদন্ত করে দেখা হবে।