পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে একদিনে সর্বোচ্চ ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ২ জুলাই প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার (২ জুলাই) পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ লাখ। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩১ হাজার জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৬৫ হাজার জন।
উল্লেখ্য গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুরভাব ঘটে। এ ভাইরাসের আক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্য কোনো দেশে এত মানুষের আক্রান্ত ও মৃত্যু ঘটেনি। যুক্তরাষ্ট্রের প্রায় সবকয়টি অঙ্গরাজ্যেই এ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে।