পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ কর্মহীন ত্রিশটি হিন্দু পরিবার কে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আত্মশক্তি ফাউন্ডেশন।
আমেরিকা প্রবাসী বাংলাদেশী হিন্দুদের সংগঠন "বাংলাদেশ হিন্দু কোয়ালিশন USA" এর সৌজন্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ প্যাকেট এবং ১ টি হাত ধোয়ার সাবান সহ একটি উপহার প্যাকেট ত্রিশটি পরিবারের হাতে তুলে দেয় আত্মশক্তি ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকেরা।
এছাড়াও আমেরিকা প্রবাসী হিন্দু সংগঠনটির সৌজন্যে দেশের কয়েকটি স্থানে অতিদরিদ্র দশটি পরিবারকে নগদ অর্থ পাঠিয়ে দেয়া হয়। স্বেচ্ছাসেবকরা খুব সুন্দরভাবে সামাজিক দূরত্ব মেনে, জমায়েত না করে প্রতিটি পরিবারের একজন সদস্য কে উপহার সামগ্রী বুঝিয়ে দেন।
জয়ন্ত কর্মকার | পটুয়াখালী