সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একটি হিন্দু মন্দিরে হামলা ও বিগ্রহ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতের আঁধারে বেলকুচি থানাধীন চালা জিধুরী সাহাপাড়ায় শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরের বিগ্রহ প্রতিমা অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরের পক্ষ থেকে কোন মামলা এখনো থানায় লিপিবদ্ধ হয়নি। তবে ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডায়েরি করে রাখা হয়েছে বলে তিনি জানান।
বিষয়টি আমলে নিয়েছে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামক একটি মানবাধিকার সংস্থা। সংস্থাটির প্রধান অ্যাড. রবীন্দ্র ঘোষ বলেন, আইনের বিধান হল যে কোন ধরতব্য অপরাধের বিষয়ে থানা কর্তৃপক্ষ যদি মনে করে, কোন দুর্বল ব্যক্তি বা গোষ্ঠী ভয়ে অথবা অন্য কোন কারণে অপরাধের বিচার দাবি করতে অসমর্থ হয় সে ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে ঘটনাটি ধামাচাপা না দিয়া নিজ উদ্যোগে তদন্ত আরম্ভ করবেন এবং অপরাধীদের খুঁজে বের করবেন।
তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং উক্ত মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।