যশোর : যশোরে অসচ্ছল কৃষকের উৎপাদিত ধান কেটে দিচ্ছে সংস্কৃতিকর্মীরা। যশোরের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা এই ধান কর্তন উৎসবে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নিচ্ছেন।
করোনা সংকটকালে দেশে যেন খাদ্যভাব না ঘটে তার জন্য উৎপাদিত ফসল নিরাপদে কৃষকের ঘরে তোলা জরুরি হয়ে পড়ে। কিন্তু এই দুর্যোগকালে শ্রমিকের সংকট থাকায় কপালে দুঃচিন্তার ভাজ পড়ে কৃষকের কপালে। কৃষকের এই দুঃচিন্তা দুর করতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন দাড়িয়েছে কৃষকের পাশে।
ব্যাতিক্রম ঘটেনি সংস্কৃতির শহরখ্যাত যশোরে। যশোরে দরিদ্র কৃষকের ধান কেটে দিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা। যশোর সংস্কৃতি অঙ্গনের প্রায় ২০০ জন কর্মী কয়েকটি দলে বিভক্ত হয় নিয়মিত ধান কাটছে। তারা তিনটি রিপার মেশিনও ক্রয় করেছে। তারা ঘোষণা দিয়েছে যশোর অঞ্চলে সকল কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশদর্পণ.কম