যশোর: যশোরে মেস মালিক ও জেলা প্রশাসনের মধ্যকার সভায় শিক্ষার্থী ও মালিক পক্ষের উভয়ের কথা বিবেচনা করে ৬০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যশোর ও পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করার জন্য যশোর শহরে অবস্থান করে। করোনার প্রাদুর্ভাবে বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এসময় শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করছে। কিন্তু অনেক মেস মালিক শিক্ষার্থীদের নিকট মেসভাড়া দাবি করলে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাড়া মওকুফের দাবি উত্থাপন করে।

এমন দাবি উত্থাপিত হওয়ার পর দুপক্ষের দাবি আমলে নিয়ে সোমবার (০৪ এপ্রিল) দুপুরে সার্কিট হাউজে যশোর জেলা প্রশাসন বৈঠক করে। এতে উভয় পক্ষের সুবিধা-অসুবিধা বিবেচনা করে মেসভাড়ার ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিএম/আরকে