বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে গ্রহন করা বিভিন্ন পদক্ষেপের মধ্য অন্যতম হলো সাবান বা হ্যান্ডওয়াস দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করা।

এছাড়াও হাত পরিষ্কার রাখতে কেউ কেউ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। তবে বাজারে গেলে সহজে পাওয়া যাচ্ছে না হ্যান্ডওয়াস ও হ্যান্ড স্যানিটাইজার। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু কিছু ব্যবসায়ী অধিক মুল্যে বিক্রি করছে এসব পন্য। যশোর চুড়িপট্টি এলাকায় হ্যান্ড স্যানিটাইজারের গায়ে থাকা দাম মুছে বিক্রি হচ্ছে অধিক দামে। একজন ক্রেতার সাথে কথা বলে জানা যায় তিনি ২৪০ মি.লি. পিওরেল হ্যান্ড স্যানিটাইজার কিনেছেন ৩৮০ টাকায়। একই হ্যান্ড স্যানিটাইজার পাসের দোকানে বিক্রি হচ্ছে ৪৫০ টাকা।

সরকারি প্রতিষ্ঠান কেরু'জ এর উৎপাদিত ১০০ মি.লি. হ্যান্ড স্যানিটাইজারের মুল্য নির্ধারন করা হয়েছে ৬০ টাকা। বিক্রেতারা দাবি করছে পন্যের সংকট ও ক্রয় মুল্য বাড়তি থাকায় বেশি দামে এসব পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে তারা।

 

বিশ্বজিৎ,যশোর।