করোনাভাইরাস একজন মানুষের দেহে ভিন্ন ভিন্ন উপসর্গ সৃষ্টি করে। দেখা যাচ্ছে কেউ কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন। আবার, কারো কারো দেহে দেখা যাচ্ছে খুবই মৃদু উপসর্গ। আবার অনেকের করোনা নিশ্চিত হওয়ার পরও কোন উপসর্গ দেখা যায় না।
তবে রক্তের গ্রুপের সঙ্গে করোনা ভাইরাস কতোটা প্রভাব ফেলে তার একটা সম্পর্ক পেয়েছেন গবেষকরা।
গবেষকরা দেখেছেন, যাদের রক্তের গ্রুপ এ, বি বা এবি রক্তবিশিষ্ট লোকদের করোনা ভাইরাসের সংক্রমিত বা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।
কোভিড- ১৯ এ কার মৃত্যুর ঝুঁকি কতটা তার আভাস পেতেও সহায়ক হয় রক্তের গ্রুপ।
টুয়েন্টিথ্রিডম নামে একটি জেনেটিক টেষ্টিং কোম্পানির চালানো এক গবেষণাতে বলা হয়েছে যাদের রক্তের গ্রুপ "ও" তাদের কোভিড- ১৯ পজিটিভ হবার সম্ভাবনা অন্যান্য রক্তের গ্রুপের চেয়ে ৯ থেকে ১৮ শতাংশ কম।
সাত লক্ষ ৫০ হাজার মানুষের উপর জরিপ চালিয়ে দেখা গেছে, টেস্টে কোভিড পজিটিভ পাওয়া এমন লোকদের রক্তের টাইপ "ও" এমন সংখ্যা সবচেয়ে কম। বেশি এবি টাইপ রক্তের অধিকারি।
গবেষকরা অবশ্য বলেছেন তাদের এই জরিপ এখনো প্রাথমিক স্তরে।
এছাড়াও চীন, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রের কিছু পত্রিকাতেও প্রকাশিত বিশেষজ্ঞদের পরীক্ষাতে পাওয়া রক্তের গ্রুপ "ও" সংক্রমণের ঝুকি কম এমন তথ্য পাওয়া গেছে।
তবে গবেষকরা অবশ্য বলেছেন, কারো রক্তের টাইপ "ও" বলে তাকে কম সাবধানতা অবলম্বন করতে হবে -এমন চিন্তা করা মোটেও উচিত হবে না।
আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশদর্পণ.কম