শালিখা(মাগুর) প্রতিনিধিঃ মাগুরার শালিখার ছাবড়ীতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ছাবড়ী
কেন্দ্রীয় কালি
মন্দিরে রবিবার
রাতে
প্রস্তুতিমূলক সভা
অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন
দুর্গাপূজা সুষ্ঠু
ও
সুন্দরভাবে সম্পন্ন করার
উদ্দেশ্যে ৯
সদস্য
বিশিষ্ট উপদেষ্টা কমিটি
ও
৪১
সদস্য
বিশিষ্ট একটি
পূজা
উদযাপন
কমিটি
গঠন
করা
হয়েছে।
কমিটির
উপদেষ্টা হিসাবে
আছেন
শংকর
কুমার
রায়,
রমেশ
চন্দ্র
সরকার,
রাজমোহন রায়,
ভারত
বিশ্বাস, গোবিন্দ বৈরাগী,অধীর বিশ্বাস,অজিত
বিশ্বাস,সুভাষ
বিশ্বাস ও
সঞ্জীবন সরকার।
সভাপতি
মিহির
কুমার
রায়
ধলা,সহ-সভাপতি চিন্ময় কুমার
রায়,সাধারণ সম্পাদক সমীর
কুমার
বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব
বিশ্বাস,কোষাধ্যক্ষ গৌতম
বিশ্বাস ও
সুমন
রায়।
সার্বিক পরিচালনায় থাকবেন
শ্যামল
মেম্বার ও
পঙ্কজ
কুমার
রায়।
সুবির
কমার,
শালিখা(মাগুর) প্রতিনিধি,
বাংলাদেশ দর্পণ