শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরা শালিখা উপজেলার  শতখালী গ্রামের বাগডাঙ্গায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে।

বিশ্বের সকল প্রাণীর শান্তি ও মানব কল্যান কামনায় শালিখা শতখালী ইউনিয়নের বাগডাঙ্গা রাধা গোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গণে পবন রানী ঘোষ ও (বুচি বুড়ির বাড়ী) ৭২তম বার্ষিকী ৩দিন ২৪ প্রহর ব্যাপী অখন্ড এ নামযজ্ঞার আয়োজন করা হয়েছে। 

এ বছর রবিবার (১লা জুন) মঙ্গল ঘট স্থাপন, প্রদীপ প্রজ্জলন, শ্রীমদ্ভাগবত গীতা, তৎপর শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস। বৃহস্পতিবার (৫ জুন) নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন,  মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা, ভোগ দর্শন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি হবে।

আয়োজক কমিটির সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, বলেন ১৯৫৩ সালে সর্বপ্রথম এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানটি শুরু করেন, পবন রানী ঘোষ, ও তাঁর কিছু ভক্তবৃন্দ সহ এই নাম যজ্ঞ অনুষ্ঠানটি শুরু করেন, তিনি আরো বলেন পবন রানী ঘোষের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ সনাতনী ধর্মাবলম্বীরা এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানটি ধর্মীয় অনুসারে করে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী শ্রবণ করতে পারছে সনাতন ধর্ম অবলম্বীরা।

সাধারণ সম্পাদক সুজিত বিশ্বাস, বলেন  এই ধর্মীয় কাজে নিয়োজিত হতে পেরে ও অমৃত বাণি  শ্রবণ করে নিজেকে ধন্য মনে করছেন। একই সঙ্গে আরো বলেন ধর্ম নিয়ে কোন বিদ্বেষ তৈরি করা উচিত নয় ধর্মীয় প্রাঙ্গনে অনৈতিক  কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত ।

কোষাধক্ষ শামীম ঘোষ বলেন, যতদিন বেঁচে থাকবো ধর্মীয় কাজে নিয়োজিত থাকবো, আরো বলেন শিশুদের ধর্মীয় শিক্ষা অতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, একমাত্র জ্ঞানের ভান্ডার ধর্মীয় শিক্ষার ভিতরে আছে বলে মনে করেন ।

শালিখা (মাগুরা) প্রতিনিধি,
সুবির কুমার, বাংলাদেশ দর্পণ।