মাগুরা জেলার শালিখা উপজেলার মধুখালীতে ১১৩ তম ঐতিহ্যবাহী  ঘোড়দৌড়  শুক্রবার বিকাল টায় অনুষ্ঠিত হয়েছে। 


মধুখালী উত্তরপাড়া সিমিলীয়া মাঠের লিটন এর বাড়ীর সামনে থেকে ইমারত সর্দারের বাড়ি পর্যন্ত ঘৌড়দোড় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাগুরা জেলার শালিখা উপজেলার মধুখালী গ্রামের মেলা উদযাপন কমিটি প্রতি বছরের নিয়মিত আয়োজনেরই অংশ হিসেবে এবারও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। 

 

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ