শালিখা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার সরিষা ক্ষেত যেন চোখ জুড়ানো সৌন্দর্যের সমারোহ দেখলেই মন চোখ জুড়িয়ে আসে।


মাগুরা জেলা শালিখা উপজেলার, তালখড়ি মাঠে গিয়ে সরেজমিনে দেখা যায় যে, কুয়াশা উপেক্ষা করে ক্ষেত পরিচর্যা করছেন চাষিরা। অন্যান্য ফসলে সে রকম দাম না পাওয়ায় এবার সরিষা চাষে ঝুঁকেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ কৃষকরা।

 

উপজেলা কৃষি অফিস জানায়

আমন ছাড়াও জমি থেকে সরিষা ওঠার পর ওই জমিতে প্রচুর বোরোর আবাদ করা যায়। এতে কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় বোরোর ফলন ভালো হয়। বছর অধিক (উচ্চ) ফলনশীল আগাম জাতের সরিষার চাষ করছেন চাষিরা।

 

এই ফসল চাষে খরচ কম এবং লাভ বেশি। এতে সেচ দিলেও চলে, না দিলেও ফসল কমে না। বর্তমানে বাজারে প্রতি মণ সরিষার দাম এক হাজার, আটশত থেকে এক হাজার নয়শত টাকা পর্যন্ত বিক্রি হয়।

 

শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন বলেন, বছরে শালিখা উপজেলায় ছয় হাজার ছয় শত ত্রিশ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বাজারে সয়াবিন সহ অন্যান্য ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ফলে গত মৌসুমে সরিষার ব্যাপক চাহিদা ছিল। এবারও সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। গাছ দেখে বোঝা যাচ্ছে ফলন ভালো হবে। সরিষা একটি লাভজনক ঝুঁকিমুক্ত ফসল। সরিষার আবাদ বৃদ্ধিতে সরকার কৃষকদের বীজ, সার পরামর্শ দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে।

 

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ