শালিখা (মাগুরা) প্রতিনিধিমাগুরার শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

 

আঞ্চলিক হিফজুল কুরআন ঐক্য পরিষদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা স্কুলের হাফেজে কুরআন এর ছাত্ররা অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্বত করেন

আঞ্চলিক হিফজুল কুরআন ঐক্য পরিষদের সভাপতি মিনহাজুল ইসলাম।সঞ্চালক ছিলেন হাফেজ মোঃ রেজাউল করিম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আল্লামা আনোয়ারুল করিম হাফিযাহুল্লাহ সহ-সভাপতি বেফাকুল মাদিরিসিল আরাবিয়া বাংলাদেশ। 

 

সময় বিশেষ অতিথি ছিলেন নড়াইল বল্লারটোপ আইডিয়াল কলেজ সহকারী অধ্যাপক (ভুগল) মোঃ আব্দুল মান্নান,শালিখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট,জামায়াতে  ইসলামের উপজেলা আমির

অধ্যাপক আফসার আলী,ইসলামী আন্দোলনের শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিহাবুর রহমান,

আঞ্চলিক  হিফজুল কোরআন ঐক্য পরিষদ দপ্তর সম্পাদক হাফেজ রাকিবুল ইসলাম প্রমুখ।

 

প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত,ইসলামী সংগীত, বক্তৃতা তিনটি গ্রুপে মোট ২৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আগত বিচারকদের বিচারকার্যের মাধ্যমে সম্পন্ন হয়।

 

পরে তিন গ্রুপের ৬৫ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সময় আঞ্চলিক হিফজুল কুরআন ঐক্য পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন আঞ্চলিক হিফজুল কুরআন ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী আল আমিন।

 

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ  দর্পণ