পুরো ম্যাচে লক্ষ্যে শট স্রেফ একটি। এখানেই পরিষ্কার আর্সেনালের পারফরম্যান্সের চিত্র। বিবর্ণ ফুটবলে এবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হেরে গেল মিকেল আর্তেতার দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি - গোলে হেরেছে আর্সেনাল। শুরুর দিকে আলেকসান্দার ইসাকের করা গোল গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।

এই মৌসুমে লিগে প্রথম সাত রাউন্ডে অপরাজিত থাকা আর্সেনাল পরের তিন ম্যাচের মধ্যে হারল দুটি, আর দুটিই অ্যাওয়ে ম্যাচে। এর মাঝে তারা ঘরের মাঠে পয়েন্ট হারায় লিভারপুলের বিপক্ষে

২০২৪ সালে লিগে প্রথম ২৫ ম্যাচে আর্সেনালের হার ছিল কেবল একটি (২১ জয়, ড্র) সেখানে পরের তিন ম্যাচে হার তাদের দুটি। ২০২২ সালের মে মাসের পর এই প্রথম লিগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ হারল তারা।

গত মৌসুমেও লিগে নিউক্যাসলের মাঠে একই ব্যবধানে হেরেছিল আর্সেনাল।

এবার দ্বাদশ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। ডান দিক থেকে অ্যান্থনি গর্ডনের ক্রসে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে গোলটি করেন ২৫ বছর বয়সী সুইডিশ ফরোয়ার্ড ইসাক।

নির্ধারিত ৯০ মিনিটে উল্লেখযোগ্য তেমন সুযোগই তৈরি করতে পারেনি আর্সেনাল। সেরা সুযোগটি পায় তারা যোগ করা সময়ে। কিন্তু বুকায়ো সাকার ক্রসে দূরের পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি ডেকলাই রাইস।

ম্যাচে আর্সেনালের যেখানে ১০ শটের একটি লক্ষ্যে ছিল, সেখানে নিউক্যাসলের শটের ৪টি ছিল লক্ষ্যে।

১০ ম্যাচে জয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আটে নিউক্যাসল।

বাংলাদেশ দর্পণ