নেত্রকোনাঃবিগত ২২ সেপ্টেম্বর জেলা শহরের সাতপাই সরকারি কলেজের সামনে থেকে অপহৃত তরুনী দীপা রানী বর্মন(১৭)কে ৩দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ যা জানায় হুবুহু তা তুলে ধরা হল:
,বাদী খোকন চন্দ্র বর্মণ (৫২) পিতা-মৃত দেবেন্দ্র চন্দ্র বর্মণ, মাতা-সুভাসি রানী বর্মণ, সাং-ঢেউটুকুন, থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোণা নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ করেন যে, বিবাদী আইমান শেখ শাহেদ @ ছোট শাহেদ (২০), পিতা-অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা ও জেলা-অজ্ঞাতসহ অজ্ঞাতনামা ২/৩ জন গত ২২/০৯/২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকায় নেত্রকোণা পৌরসভাধীন সাতপাই সাকিনস্থ নেত্রকোণা সরকারী কলেজ গেইটের সামনে পাঁকা রাস্তা হতে বাদীর মেয়ে দীপা রাণী বর্মণ (১৭) কে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোণা মডেল থানায় মামলা নং-২৯, তাং-২৫-০৯-২০২৪, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০) এর ৭/৩০ রুজু করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার, জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, নেত্রকোণা মডেল থানার তত্ত্বাবধানে মামলা তদন্তকারী অফিসার এসআই সাদ্দাম হোসেন ও এএসআই আবুলের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামী ও অপহৃত ভিকটিমের অবস্থান সনাক্ত পূর্বক যাচাই বাছাই করে গত ২৫/০৯/২৪ তারিখ রাত ১০:৩০ ঘটিকায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর চেরাগ আলী মোড় সংলগ্ন পুরাতন মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম দীপা রানী বর্মনকে উদ্ধার করে এবং আসামী মোঃ শাহেদ শেখকে গ্রেফতার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশদর্পণ.কম