নেত্রকোনাঃজেলার পূর্বধলা উপজেলার ৯ নং খলিশাউড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারের বিচার এবং অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


নির্যাতিত ইউনিয়নবাসীর ব্যানারে বুধবার(১১ই সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ফাজিলপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


শত শত মানুষের অংশগ্রহণে মানববন্ধনে বক্তারা, কমল চেয়ারম্যানের দুর্নীতি, চাঁদাবাজি,নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরে অবিলম্বে তার বিচার ও অপসারণ দাবি করেন।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,খলিশাউড় ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরউদ্দিন রব্বানি,খলিশাউড় ইউনিয়ন যুবদলের সভাপতি আদব আলী,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) নেতা মাজহারুল ইসলাম,স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক প্রার্থী মো. আলমগীর প্রমুখ।


মানববন্ধন শেষে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।




নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশদর্পণ.কম