পটুয়াখালী(গলাচিপা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়ন ছাত্রদলের  উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্ত সম্পর্কিত সচেতনতা  প্রচার  কর্মসূচি সম্পন্ন করেছে পানপট্টি ইউনিয়ন  ছাত্রদলের নেতাকর্মীরা।


 ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে  সকাল থেকে  বিকেল পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি সম্পন্ন করেন পানপট্টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


 এসময় পানপট্টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিসাত রায়হান,  সাধারণ সম্পাদক রিয়াদ, ছাত্রদল কর্মী ফয়সাল এবং সাকিবসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ব্লাড গ্রুপ নির্নয় করতে আসা এক শিক্ষার্থীকে বিএনপির এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,  " এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। তাদের কর্মসূচি থেকে আমরা  একদম বিনামূল্যে  নিজেদের  ব্লাড  গ্রুপ নির্ণয় করতে পেরেছি।এবং রক্ত সম্পর্কিত ব্যাপারে সচেতন  হয়েছি। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।"


 

 এ কর্মসূচি সম্পর্কে  জানতে চাইলে পানপট্টি ইউনিয়ন  ছাত্রদলের সাধারণ সম্পাদক  মোঃ রিয়াদ  "বাংলাদেশ দর্পণ"  কে বলেন,  "আমরা  বাংলাদেশ জাতীয়বাদী দল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্ত নির্নয় করে দিয়েছি। ভবিষ্যতে পানপট্টি ছাত্রদলের এরকম ভালো ভালো মানবিক কাজ অব্যাহত থাকবে।




সুব্রত কুমার শীল

প্রতিনিধি

বাংলাদেশদর্পণ.কম