"ওরা মোদের চোখের ঘুম কাইরা নিতে চায়,মোদের সুখ লুকিয়ে আছে ওদের অন্তরায়।"

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে যখন বন্যায় ভাসছে মানুষ। আর উত্তরে চলছে প্রতিদিন লুটপাট আর অগ্নিসংযোগ।

উত্তরবঙ্গের নানা জায়গায় এখনো চলছে সনাতনীদের ঘরে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুরে প্রতিদিনই ঘটতে থাকা এই সাম্প্রদায়িক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ "সংখ্যালঘু অধিকার আন্দোলন" এর ডাকে আগামী ২রা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে "চলো ঠাকুরগাঁও" প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি।

গত আগষ্ট সর্বপ্রথম "প্রতিবাদ সমাবেশ মানববন্ধন" করে ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের মানুষ। যার উপস্থিতি ছিলো ১০ হাজারের বেশি মানুষ।

"সংখ্যালঘু অধিকার আন্দোলন'' এর একজনের সাথে কথা বলে জানা যায় যেপঞ্চগড়,ঠাকুরগাঁও জেলায় সনাতনীদের বাড়িতে অগ্নি সংযোগ, মন্দিরে হামলা প্রতিদিন হচ্ছে। উত্তরের মানুষ সারারাত না ঘুমিয়ে পাহারা দিচ্ছে প্রতিটি মন্দির হিন্দু পাড়া। তাই সনাতনধর্মের মানুষজন তাদের অস্তিত্ব রক্ষায় এই উত্তরবঙ্গের মানুষ যে কতটা অসহায় হয়ে পড়েছে। তারই জানান দিতে তাদের এই কর্মসূচি।

 

স্থানঃ অপরাজেয়-৭১ , ঠাকুরগাঁও।

তারিখঃ সেপ্টেম্বর ,২০২৪

রোজঃ সোমবার

সময়ঃ সকাল ১১ টা।

আহ্বানে: সংখ্যালঘু অধিকার আন্দোলন 

পঞ্চগড় প্রতিনিধি বাংলাদেশ দর্পণ