যশোরে সনাতন বিদ্যার্থী সংসদের জন্মাষ্টমী উদযাপন
২৬ আগস্ট ২০২৪, সময়- ১৯:০৩
যশোর: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্মতিথি উপলক্ষে যশোরে সনাতন বিদ্যার্থী সংসদ শ্রীকৃষ্ণের পূজা, অঞ্জলী, প্রসাদ বিতরণ ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে।
আজ সোমবার সরকারি মাইকেল মধুসূদন কলেজে এসকল আয়োজন করা হয়। সারাদেশে ভয়াবহ বন্যার প্রকোপ থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কোন প্রকার আড়ম্বরতা ছাড়ায় জন্মাষ্টমী উদযাপন করা হয়। এছাড়াও অনুষ্ঠানের উদ্ধৃত্ত অর্থ বন্যার্তদের জন্য ব্যয় করা হবে।
সকাল ১১টায় সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরে শ্রীকৃষ্ণের পূজা ও অঞ্জলী প্রদান করা হয়। পূজা শেষে বন্যার্তদের জন্য করা হয় বিশেষ প্রার্থনা। এসময় সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের সকল শাখার বিদ্যার্থীগণ উপস্থিত ছিল।
আলোচনায় বক্তরা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেকের সামর্থ্যানুযায়ী বন্যার্তদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।
আলোচনায় বক্তব্য প্রদান করেন যশোর সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অলোক বসু, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক নিতীশ কর্মকার, ইংরেজী বিভাগের প্রভাষক শংকর দত্ত, সনাতন বিদ্যার্থী সংসদ যশোর জেলার সভাপতি বিদ্যুৎ দে ও সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার সাধারণ সম্পাদক কাজল মন্ডল।