ভারতের লোকসভা নির্বাচনে এবার ৪০০ আসন জয়ের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচার থেকে ভোটের দিন পর্যন্ত 'আবকি বার ৪০০ পার' স্লোগান তুলেছিল মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শিবির। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। প্রধানমন্ত্রী মোদী টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে চললেও ভোটের অপ্রত্যাশিত খারাপ ফলে বিস্ময়কর ধাক্কা খেয়েছে বিজেপি।
মোদীর টার্গেট ছিল বিজেপি’র ৩৭০ আসন। আর এনডিএ জোটের জন্য ৪০০ আসন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলল। ৪০০ তো দূর, ৩০০-র গণ্ডিও পেরোল না বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) এর আসনসংখ্যা। এমনকী ২০১৯ সালের চেয়েও ফল খারাপ হয়েছে মোদী শিবিরের। ওই বছরের নির্বাচনে বিজেপি একাই ৩০৩ আসনে জয়ী হয়েছিল।
আর এবারের ভোটের সর্বশেষ ফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে ২৪০ আসন। কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন। এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। আর ইন্ডিয়া জোট ২৩২।
ভোটের ফলে মোদীর জোট জয়ের পথে থাকলেও বুথ ফেরত জরিপে যে বিপুল বিজয়ের আভাস দেওয়া হয়েছিল, তা হয়নি।
এক দশকের মধ্যে এই প্রথম মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারাল। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ আসন তারা পায়নি। অথাৎ, কেন্দ্রে সরকার গড়তে এখন এনডিএ শরিক ছোট দলগুলোর ওপর নির্ভর করতে হবে মোদীকে।
এবারের লোকসভা নির্বাচনে সাতটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেখা গেছে অনেক নতুন ধারাও। নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। মোট ৯৭ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৬৪ কোটি ২০ লাখের মতো ভোটার।
অন্যদিকে, বিরোধীরা নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়েছে। সে কারণেই আগের বারের মত ফল বিজেপি এবার করতে পারেনি। এসেছে পরিবর্তন।