নেত্রকোনাঃ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করা হয়েছে। ২৬ শে মার্চ (শুক্রবার) এসব অভিযান চালানো হয়।


ডিউটি অফিসার হরিপদ পাল জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার কানিয়াইল এলাকায় এসআই নাফিজুল ইসলাম, এএসআই সোহেল রানা ও এএসআই আরিফ আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় মদসহ প্রদ্যুত অঞ্জন দাস(৪২) নামক একজনকে আটক করে। তিনি একই এলাকার প্রাণেশ দাসের ছেলে।


অপর আরেক ঘটনায় ডিবির একই দল জেলা শহরের কাটলী এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৮ বোতল ভারতীয় মদসহ শ্রাবণ(২৪)-রিমা(২১) দম্পতিকে আটক করেছে। আটক শ্রাবণ ময়মনসিংহের মাসকান্দা, তারাকান্দা থানার মো:বণিকের ছেলে। অপরদিকে রিমা কিশোরগঞ্জের হোসেনপুরের শিধলা এলাকার দিলীপের মেয়ে। তারা উভয়ে কাটলী এলাকার জনৈক ফজলুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।


ডিবির পরিদর্শক(ওসি)রফিকুল ইসলাম জানান,' আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।'



নয়ন বর্মন

নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ দর্পণ