হিন্দুদের উপর চলমান সহিংসতা রোধে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ-এর নির্দেশনায় 'শ্রীমা সারদা আশ্রম' এবং 'শ্রীমা সারদা আশ্রম' এর স্বেচ্ছাসেবী যুব সংগঠন 'বিবেকানন্দ সংঘ' ও 'শ্রীমা সারদা আশ্রম' এর স্বেচ্ছাসেবী যুব নারী সংগঠন 'নিবেদিতা সংঘ' আমিরপুর, পাইকগাছা,খুলনা, বাংলাদেশ-এর উদ্যোগে আজ ২২ অক্টোবর, শুক্রবার সকাল ১১টায়  শ্রীমা সারদা আশ্রম প্রাঙ্গণ হতে  শুড়িখালী বাজারে যাওয়া হয় । এবং সেখানেও   প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়৷ উক্ত মানববন্ধনে অংশ নেয় শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম, হাতিয়ার ডাংগা, কয়রা,খুলনা। এছাড়াও অংশ নেয় আর্য গুরুকুল কিনুকাটী৷ 

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীমা সারদা আশ্রমের অধ্যক্ষ মা ব্রহ্মচারিণী শ্রাবন্তী।উপস্থিত ছিলেন শ্রীমা সারদা আশ্রম এর  সভাপতি নিয়তি রায়,  সহ-সভাপতি আলপনা রায় এবং মালতি রায়, সখী রায়,পার্বতী রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও  উপস্থিত ছিলেন শ্রীমা সারদা আশ্রমের স্বেচ্ছাসেবী যুব নারী সংগঠন 'নিবেদিতা সংঘ' এর সভাপতি চামেলী সরকার,সহ-সভাপতি বৃষ্টি রায় এবং উর্মি রায়, অন্তরা রায়,জয়শ্রী মন্ডল, তনুশ্রী মন্ডল,রাখী মন্ডল,অর্পিতা মন্ডল,শুনিতা মন্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ৷ এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমা সারদা আশ্রম এর স্বেচ্ছাসেবী যুব সংগঠন 'বিবেকানন্দ সংঘ' এর সাধারণ  সম্পাদক শাশ্বত বাছার স্বাক্ষর এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাগর মন্ডল এবং সদস্য অময় সরকার,দুর্জয় সানা,রাকেশ সানা,সুমন সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ। 
শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম, হাতিয়ার ডাংগা, কয়রা, পাইকগাছা, খুলনা এর সভাপতি দেবব্রত সানা, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় এবং অন্যান্য সদস্যবৃন্দ  উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন চান্নির চক এল.সি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়।  উপস্থিত  ছিলেন আর্য গুরুকুল কিনুকাটী এর মনোতোষ সানা,সত্যজিত সরকার, অনুপ সানা এবং অন্যান্য সদস্যবৃন্দ৷ 
মানববন্ধনের সকলে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন এবং  অপাধীদেরকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন। 


টিকেন্দ্র নাথ মন্ডল
প্রতিনিধি

বাংলাদেশ দর্পণ