দিনাজপুর: বাংলাদেশ হিন্দু পরিষদ দিনাজপুর চিনিরবন্দর উপজেলা শাখার নবগঠিত ছাত্র ও যুব পরিষদ চিনিরবন্দর নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা ও থানার অফিসার ইনচার্জ শ্রী সুব্রত কুমার সরকারের সাথে ফুলের তোরা দিয়ে সৌজন্য মূলোক সাক্ষাৎ করেন যুব ও ছাত্র পরিষদের নেত্রীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা ছাত্র ও যুবদের ভূয়সী প্রশংসা করে সংগঠন পরিচালনায় সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
চিরিরবন্দর উপজেলার অফিসার ইনচার্জ শ্রী সুব্রত কুমার সরকার তিনিও ছাত্র-যুবদের ভূয়সী প্রশংসা করে গঠনমূলক কিছু প্রয়োজনীয় বক্তব্য দিয়ে তিনিও সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দুু পরিষদ দিনাজপুর জেলা শাখার আহব্বায়ক শ্রী যাদব চন্দ্র রায়,সুজন রায়,চিরিরবন্দর উপজেলা শাখা যুব পরিষদের আহব্বায়ক শ্রাবন রায়,সদস্য সচিব তন্ময় রায়,বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ,চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক সুশান্ত রায় আপন,সদস্য সচিব মিঠুন অধিকারী এবং যুগ্ম আহবায়ক পিজুস রায় ও মানষ রায়। ঠাকুরগাঁও জেলা হিন্দু পরিষদের যুব পরিষদের আহব্বায়ক চন্দন কুমার রায় প্রমুখ।
প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ