হবিগঞ্জ: জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্বার্থ ভৌমিক, জেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেটের আওতায় জলমহাল ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এ সময় অতিথিগণ সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশের জলাশয়ে মাছ চাষকরণে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন। তারা বলেন, এ সংক্রান্ত যে কোনো বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করলে অবশ্যই সকল প্রকার সহযোগিতা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
হবিগঞ্জ প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ