হবিগঞ্জ: জেলার চুনারুঘাট থানা পুলিশ ৫১ কেজি গাজা সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি লাইটেস (মাইক্রো) জব্দ করা হয়েছে।
আটককৃত মাদককারবারী বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকড়িপাড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে আনোয়ার হোসেন( ২৫)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ জানান,রবিবার (১২সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি জানতে পারেন, ভারত সীমান্ত থেকে একটি (মাইক্রো)লাইটেসে করে গাঁজার চালান সিলেট এলাকায় যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে এএসআই মাহমুদ হাসান, ও এএসআই হান্নান সহ একদল পুলিশ উপজেলার কাচুয়া এলাকায় ওত পেতে থাকেন । রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাচুয়া এলাকায় গাঁজাসহ মাইক্রোর সন্ধান পেলে পুলিশ সেটি থামানোর চেষ্টা করে। কিন্তু চালক না থেমে দ্রুতগতিতে যেতে চাইলে পুলিশ তাদের দাওয়া করে উপজেলার রানিগাও বাজারে লাইটেসটি আটক করে।এ সময় লাইটেস( ঢাকা মেট্রো-চ ১৪০০৪১) তল্লাশি করে ৫ টি বস্তায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় ১ জনকে। অন্যরা পালিয়ে যায়।
ওই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা হবে বলে ওসি জানান।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
হবিগঞ্জ প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ