হিন্দু, মুসলিম সবাই একই উত্তরাধিকার বহন করে আর এই কারণে প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। সোমবার (৬ সেপ্টেম্বর) এক আলোচনা সভায় এই মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগত। 

পুনে ভিত্তিক গ্লোবাল স্ট্রাটেজিক পলিসি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে মোহন ভগত বলেন, 'বিবেকবান মুসলিম নেতাদের কঠোরভাবে উগ্রবাদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। হিন্দু শব্দটি মাতৃভূমি, পূর্বসুরি এবং ভারতীয় সংস্কৃতির সমার্থক। এটা অন্য মতকে অসম্মান করে না। আমাদের ভারতীয় আধিপত্য লাভের কথা ভাবতে হবে, মুসলিম আধিপত্য নয়।'

এ সময় ভারতের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ভারতে ইসলাম এসেছে আগ্রাসনকারীদের সঙ্গে। এটা ইতিহাস আর সেভাবেই এটা বলা উচিত। বিবেকবান মুসলিম নেতাদের উচিত অপ্রয়োজনীয় ইস্যুর বিরোধিতা করা আর উগ্রবাদিতা এবং কট্টরপন্থার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো উচিত। যত তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো, তত কম আমাদের সমাজের ক্ষতি হবে।'

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান আরও বলেন, সুপারপাওয়ার হিসেবে ভারত কাউকে ভয় পাবে না। 'নেশন ফার্স্ট, নেশন সুপ্রিম' শীর্ষক সেমিনারে মোহন ভগত বলেন, 'হিন্দু শব্দটি আমাদের মাতৃভূমি, পূর্বসূরি এবং সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের সমার্থক আর প্রত্যেক ভারতীয়ই একজন হিন্দু।'


ভারত ডেস্ক,
বাংলাদেশদর্পণ.কম