খুলনার রুপসা, মাগুরা, বগুড়া, ফরিদপুর সহ সারা দেশে ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা,মঠ-মন্দির-মূর্তি ভাংচুর ও সংখ্যালুদের বাড়ি-ঘর দখলের প্রতিবাদে দোষী দের দ্রুত বিচার, ট্রাইবুনালে শাস্তি নিশ্চিত এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে,
"মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ"পালন করেছে কয়রা-পাইকগাছার সনাতন ধর্মালম্বীরা।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সঞ্চালন করেন শ্রদ্ধেয় শিক্ষক মনোতোষ সানা।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈদিক ব্যক্তিত্ব সত্যজিৎ রায়, এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ছাত্র ও বাংলাদেশ দর্পন এর রিপোর্টার টিকেন্দ্র নাথ মন্ডল, বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সনাতন বিদ্যার্থীর প্রচার সম্পাদক স্বাক্ষর শ্বাশ্বত ও অনেকে।
উপস্থিত ছিলেন এলাকার গন্য মান্য ব্যক্তি ও দূরদূরান্ত থেকে আগত সুধী জনেরা। সকলের বক্তব্যে সংখ্যালঘুদের উপর সহিংস এই বর্বোরতার বিচারের বিষয় টি উঠে এসেছে।
প্রতিবাদ সমাবেশে পাচ দফা দাবি তারা পেশ করেনঃ
১)নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি।
২)সংখ্যালঘু আইন পাশ।
৩)সংখ্যালঘু ট্রাস্ট ফান্ড।
৪)জেলাসদর মডেল মন্দির নির্মাণ।
৫)কুড়িয়ে পাওয়া মূর্তি প্রত্নতাত্ত্বিক সম্পদ বলে জাদুঘরে রাখা বন্ধ ইত্যাদি।
সবশেষে বিশ্বের শান্তি কামনায়, শান্তি মন্ত্র পাঠ করে, সকলের মঙ্গল কামনা করে সমাবেশ সমাপ্ত করেন।