ঝিনাইদহ: আজ ১৬ জুলাই, ঝিনাইদহ সিভিল সার্জন অফিসার ডাঃ সেলিনা বেগম জানান,"অফিসিয়াল ভাবে কুষ্টিয়া এবং ঝিনাইদহ ল্যাব থেকে ৭১০ টি নমুনার ফলাফল এসেছে যার মধ্যে নতুন আক্রান্ত ২৩৬ জন। নেগেটিভ ফলাফল ৪৭৪ জন। ফলাফল সমুহ গত ০৭-০৭-২১ইং, ১২-০৭-২১ইং এবং ১৫-০৭-২১ইং তারিখের সংগৃহীত নমুনার"।
এই দিয়ে মোট আক্রান্ত ৬২৭৫ জন।
আজ ঝিনাইদহের সদরে ১০৮ জন,শৈলকূপা ২১ জন,কালীগঞ্জ ৫৬ জন,মহেশপুর ৯ জন,হরিণাকুন্ড ২০ জন,কোটচাদপুর ২২ জন,সুস্থ ৩০ জন,মৃত্যু ২ জন।সদরে ২ জন,এবং মোট মৃত্যু সংখ্যা ১৫৯।
উপজেলা ভিত্তিক আক্রান্তের মোট সংখ্যা সদর ২৭৮৪,শৈলকূপা ৮৪২,হরিনাকুন্ডু ৪৮৭,কালীগন্জ ১১৫৬,কোটচাদপুর ৫৪৪,মহেশপুর ৪৬২।
মোট সুস্থতার সংখ্যা ৩৬৩৫ জন।
প্রতিবেদক, বাংলাদেশ দর্পণ