মাগুরা: করোনার দ্বিতীয় ঢেউয়ে শনাক্তের হার এখন উর্ধোমুখী। ক্রমেই সংক্রমনের ভয়াবহতা দৃশ্যমান হচ্ছে। মাগুরার অবস্থাও যার ব্যাতিক্রম নয়। গত কয়েকদিন ধরে শনাক্তের হার বেড়েই চলেছিল মাগুরাতে। তবে আজ গতকালের থেকে কম।

মাগুরা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী আজ মাগুরাতে নতুন করে শনাক্ত হয়েছে ৫৯ জন, গতকাল যা ছিল ৭৩ জন। সে হিসাবে মাগুরাতে আজ গতকালের থেকে নতুন শনাক্ত কম। তবে আজ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। যারা ছিলেন মোহাম্মদপুর, নিজনান্দুয়ালি ও দোয়াড়পাড় এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা সাধারণ জনগণকে লকডাউন মেনে চলতে উৎসাহিত করতে সার্বক্ষণিক মাঠে রয়েছেন। যারা লকডাউন মানতে চাইছে না ও স্বাথ্যবিধি মেনে চলছেন না তাদেরকে শাস্তিও দিচ্ছেন।

প্রশাসন সবসময় সকলকে লকডাউন ও স্বাস্থবিধি মেনে চলতে আহ্বান কর চলেছেন।

সুমন বিশ্বাস, মাগুরা প্রতিনিধি, বাংলাদেশ দর্পণ