নেত্রকোনা: কঠোর লকডাউন চলার মধ্যেই ৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।এ সময় সাথে থাকা ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার( ১৬ই এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহীদুল ইসলাম ও এএসআই হরিপদ পালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সনুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের আব্দুল খালেকের ছেলে রাকিব(২২),একই গ্রামের মৃত সাবাল মিয়ার ছেলে মোবারক(২৫) ও কলমাকান্দা উপজেলার সাকুয়া ইন্দ্রপুর এলাকার মৃত নরেশ তালুকদারের ছেলে প্রণব
চন্দ্র তালুকদার(৪৬)।

অভিযুক্তদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর ১৯(ক)৪১ ধারায় মামলা হয়েছে।

 

নয়ন বর্মন | নেত্রকোনা প্রতিনিধি