যশোরের বাঘারপাড়ায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন পাল উপজেলার রায়পুর গ্রামের রনজিৎ কুমার পালের ছেলে। সে রায়পুর বাজারের লতা ষ্টুডিওর মালিক। সোমবার দুপুরে পুলিশ সুমন পালকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। 

একাদশী বার্তা ফেসবুক গ্রুপের একটি পোষ্ট সুমন পাল শেয়ার করেন। সুমনের পোস্টে লেখা ছিল-

‘গর্বের সাথে বলো আমি হিন্দু।

আমরা- 

চারটা বিয়ে করিনা,

অন্য ধর্মের মানুষের সম্পদকে গনিমতের মাল মনে করিনা,

জোর করে ধর্ম পরিবর্তন করিনা,

হিল্লে বিয়ে করিনা,

শ্বশুর হয়ে পুত্র বধূকে ধর্ষণ করিনা,

রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে বিয়ে অথবা যৌন মিলন করিনা,

বিশ্বের যেকোন দেশে হিন্দু পরিচয় দিলে, আমাদের জঙ্গী বলে ঘৃণা করেনা।’

 

ফেসবুক গ্রুপের এ রকম ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট শেয়ার করায় রায়পুর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এসময় স্থানীয় কওমী ওলামা পরিষদের নেতাকর্মীরা রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে এসে অবস্থান নেন। পরবর্তীতে স্থানীয় রায়পুর ফাাঁড়ি পুলিশ সুমন পালকে গ্রেফতার করে বাঘারপাড়া থানা পুলিশের কাছে সোর্পদ করেন।


বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন জানান, ধর্মনিয়ে কটূক্তির অপরাধে সুমন পালের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।